গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়
জেলা সমবায় কার্যালয়,যশোর।
www.cooperative.jessore.gov.bd
1. ভিশন ও মিশনঃ
ক) রূপকল্প (Vision): টেকসই সমবায়, টেকসই উন্নয়ন।
খ) অভিলক্ষ্য (Mission): সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি, অকৃষি, আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।
২. প্রতিশ্রুত সেবাসমূহঃ
২.১) নাগরিক সেবা:
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদানে সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (নাম, পদবি, জেলা কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল) |
উর্ধ্বতন কর্মকর্তার (নাম, পদবি,জেলা কোড, অফিসিয়াল টেলিফোন ও ইমেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১ |
ক) তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী তথ্য প্রদান। |
১) অনুরোধ প্রাপ্তির তারিখ হতে অনধিক ২০ (বিশ) কার্যদিবসের মধ্যে; ২) অনুরোধকৃত তথ্যের সহিত একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে অনধিক ৩০ (ত্রিশ) কার্যদিবসের মধ্যে; ৩) অনুরোধকৃত তথ্য কোন ব্যক্তির জীবন-মৃত্যু, গ্রেফতার এবং কারাগার থেকে মুক্তি সম্পর্কিত হলে অনুরোধ প্রাপ্তির অনধিক ২৪ (চব্বিশ) ঘণ্টার মধ্যে |
তথ্য অধিকার আইন’ ২০০৯ এ উল্লিখিত নির্ধারিত ফরম এ আবেদন করতে হবে। |
প্রাপ্তিস্থানঃ (ক) তথ্য কমিশনের ওয়েবসাইট (খ) জেলা সমবায় কার্যালয়ের ওয়েবসাইট |
(১) তথ্য অধিকার আইন’ ২০০৯ অনুযায়ী পাতা প্রতি ০২ (দুই) টাকা অথবা প্রকৃত খরচ ট্রেজারি চালানের মাধ্যমে জমা করতে হবে; (২) সিডি বা অন্য কোন মাধ্যমে তথ্য সরবরাহের ক্ষেত্রে প্রকৃত মূল্য জমা দিতে হবে; এবং (৩) ট্রেজারি চালানের কোড নং- ১-৩৩০১-০০০১-১৮০৭ |
বি. এম. তরিকুল ইসলাম পরিদর্শক মোবা: ০১৭১6-478672 torikulbashi@gmail.com |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
(খ) তথ্য অধিকার আইন’ ২০০৯ অনুযায়ী তথ্য প্রাপ্তির আপিল অভিযোগ |
-- |
অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে। |
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম |
বিনামূল্যে |
|||
২ |
জেলা সমবায় কার্যালয়, যশোর এবং আওতাধীন কার্যালয়ের সেবা বিষয়ক যে কোন অভিযোগ গ্রহণ |
৩০ কর্মদিবস |
অনলাইনে/অফলাইনে আবেদনপত্র |
বিনামূল্যে |
মোঃ কামরুজ্জামান, পরিদর্শক মোবা: 01716722150 kamruzzaman82.jhik@gmail.com (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
|
৩ |
অভিযোগ প্রতিকারে সহযোগিতা প্রদান |
আবেদন প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে। |
১) লিখিত ভাবে অভিযোগকারীর নাম, ঠিকানা, মোবাইল নম্বরসহ অভিযোগ দাখিল করতে হবে। ২) অভিযোগের স্বপক্ষে কাগজপত্র |
বিনামূল্যে |
মোঃ হাবিবুর রহমান,পরিদর্শক মোবা: ০1925-423599 dco.jashore@coop.gov.bd (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
|
৪ |
বিরোধ মামলা ও আপীল নিষ্পত্তি |
কলাম ৩ এ বর্ণিত সময়ের মধ্যে (২দিন/ ৩০দিন/ ১৮০ দিন) |
|
-- |
১) ১০০ টাকা ২) কোর্ট ফি |
মোঃ ইকরামুল ইসলাম পরিদর্শক মোবা: ০১823-323825 (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৫ |
বিরোধ মামলা-আপীলের প্রত্যায়িত নকল প্রদান |
আবেদন প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে। |
আবেদনপত্র |
১) আবেদন- নিজ ২) কোর্ট ফি- জজ আদালতের ভেন্ডার |
১) প্রতি ১০০ শব্দ বা উহার অংশ বিশেষের জন্য ৫ টাকা হারে ২) কোর্ট ফি আকারে |
২.২) প্রাতিষ্ঠানিক সেবা:
ক্র: নং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
আবেদন ফরম প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি (যদি থাকে) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নাম, পদবি, রুম নং, দাপ্তরিক টেলিফোন ও ই-মেইল |
উর্ধ্বতন কর্মকর্তার পদবি, রুম নং, টেলিফোন ও ই-মেইল |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
৮ |
১ |
ক) প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন |
7-৬০ দিন |
২) সাংগঠনিক সভার রেজুলেশন- নিজ। ৩) উপ-আইন ৩ প্রস্ত -(নমুনা ওয়েবসাইটে)। ৪) সাংগঠনিক সভার তারিখ থেকে আবেদনের তারিখ পর্যন্ত জমা-খরচ হিসাব। ৫) সাংগঠনিক সভার তারিখ থেকে পরবর্তী ২ (দুই) বৎসরের বাজেট প্রাক্কলন। ৬) নিবন্ধন ফি এবং ভ্যাটের ট্রেজারি চালানের মূল কপি। ৭) সকল কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে। ৮) আবেদনে ও উপ-আইনে স্বাক্ষরকারীদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং সমিতির সভ্য নির্বাচনী এলাকার ইউপি চেয়াম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের কপি। ৯) উপ-আইনে স্বাক্ষরকারী ব্যক্তির ১ প্রস্ত সদ্য তোলা ছবি ও সদস্যদের মোবাইল/ফোন নম্বর, ইমেইল(যদি থাকে)। ১০) বিদ্যমান সমবায় সমিতি আইন, সমবায় সমিতি বিধিমালা, উপ-আইন, বিভিন্ন সময়ে জারিকৃত সরকারের নির্দেশনা পালনের অঙ্গীকারনামা (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক)। ১১) সমবায় সমিতি নিবন্ধন নীতিমালা,২০১৩ মোতাবেক একই এলাকায় এই নামে অন্য কোন সমবায় সমিতি নাই বা অন্য কোন সমবায় সমিতির সাথে দ্বন্দ্ব সংঘাত হবে না মর্মে প্রত্যয়ন পত্র থাকতে হবে। সমিতি কোন প্রতিষ্ঠানের অংগপ্রতিষ্ঠান থাকতে পারবে না। ১২) আদায়কৃত শেয়ার ও সঞ্চয়ের সদস্যের নাম ভিত্তিক বিস্তারিত তালিকা। ১৩) হস্তে মজুদ সংরক্ষণ বিষয়ে সংগঠকের প্রত্যয়ন থাকতে হবে। ১৪) সমিতি নিবন্ধনের পর ২ মাসের মধ্যে যে কোন তফসিলি ব্যাংকে সমিতির নামীয় হিসাব খোলার অঙ্গীকার থাকতে হবে। ১৫) প্রাক নিবন্ধন/ব্যবস্হাপনা প্রশিক্ষণ। ১৬) পেশাজীবি সমিতি নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশার সনদ। ১৭) আমানত সুরক্ষা তহবিল গঠনের প্রত্যয়ণ। 18) নিবন্ধক কর্তৃক চাহিত অন্যান্য তথ্যাদি। |
১) নিবন্ধন আবেদনের কাগজপত্রের তালিকা- উপজেলা/জেলা সমবায় অফিস এবং ওয়েবসাইটসমূহ। ২) নিবন্ধন আবেদন পত্র-উপজেলা/জেলা সমবায় অফিস এবং ওয়েবসাইটসমূহ। |
প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ফি হিসেবে ৩০০ টাকা ট্রেজারি চালান কোড ১-৩৮৩১-০০০০-১৮৩৬ মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হয় এবং ভ্যাট বাবদ আরও অতিরিক্ত ৪৫ টাকা ট্রেজারি চালান কোড ১-১১৩৩-০০৪০-০৩১১ মাধ্যমে/অনলাইন ব্যাংকিং চালান ১১৪১১০১ কোডে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। |
1) গৌতম কুমার বিশ্বাস সরেজমিনে তদন্তকারী জেলা সমবায় কার্যালয়, যশোর। মোবাঃ01773-500361 (চৌগাছা উপজেলা)
2) মোঃ ইকরামুল ইসলাম পরিদর্শক মোবা: ০১823-323825 (মনিরামপুর উপজেলা)
3) মোঃ হাবিবুর রহমান পরিদর্শক মোবা: ০1925-423599 dco.jashore@coop.gov.bd (অভয়নগর উপজেলা)
4) মোঃ সেলিম চৌধুরী পরিদর্শক মোবাঃ 01716-781151 (যশোর সদর উপজেলা)
5) মোঃ আব্দুল মোক্তাদের প্রশিক্ষক মোবাঃ07911021912 (শার্শা উপজেলা)
6) মোঃ কামরুজ্জামান পরিদর্শক মোবা: 01716722150 (ঝিকরগাছা উপজেলা)
7) মোঃশাদিমুজ্জোহা, পরিদর্শক মোবা: 01718-975606 (কেশবপুর উপজেলা)
8) মোঃ বসির উদ্দিন পরিদর্শক মোবাঃ01716-833401 (বাঘারপাড়া উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
খ) প্রকল্প/কর্মসূচী ভুক্ত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধন
|
৬০ দিন
|
ঐ
|
ঐ
|
সোনালী ব্যাংকে নিবন্ধন ফি বাবদ ৫০/- (পঞ্চাশ) টাকার ট্রেজারী চালান ও ১৫% ভ্যাট বাবদ অতিরিক্ত ৭/-(সাত) টাকা জমা দিতে হবে। |
সংশ্লিষ্ট উপজেলা সমবায় অফিসার
|
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
|
গ) কেন্দ্রীয় সমবায় সমিতি/ জাতীয় সমবায় সমিতি নিবন্ধন আবেদন প্রক্রিয়ায় সহযোগিতা প্রদান |
৭-৬০ দিন |
ক এর অনুরূপ ক্রমিক নং ১-১৭ এবং কেন্দ্রীয় ও জাতীয় সমিতির জন্য অতিরিক্ত প্রযোজ্য ১9) আবেদনকারী সদস্য সমিতির নিবন্ধন সনদ। 20) আবেদনে স্বাক্ষরকারী সমিতির ব্যবস্থাপনা কমিটির রেজুলেশনের কপি যাতে নতুন সমিতির সদস্য হওয়ার বিষয়ে সিদ্ধান্ত থাকবে। |
১)নিবন্ধন আবেদনের কাগজপত্রের তালিকা- উপজেলা/জেলা সমবায় অফিস এবং ওয়েবসাইটসমূহ। ২) নিবন্ধন আবেদন পত্র-উপজেলা/জেলা সমবায় অফিস এবং ওয়েবসাইটসমূহ। |
কেন্দ্রীয় সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ফি হিসেবে ১০০০ টাকা ট্রেজারি চালান বাবদ সরকারি কোষাগারে চালান কোড ১-৩৮৩১-০০০০-১৮৩৬ এবং ভ্যাট (মূল্য সংযোজন কর) হিসেবে ট্রেজারি চালান কোড ১-১১৩৩-০০৪০-০৩১১ মাধ্যমে/অনলাইন ব্যাংকিং চালান ১১৪১১০১ কোডে ১৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করতে হবে। অনুরূপভাবে জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের ক্ষেত্রে নিবন্ধন ফি হিসেবে ৫০০০ টাকা ট্রেজারি চালান বাবদ সরকারি কোষাগারে চালান কোড ১-৩৮৩১-০০০০-১৮৩৬ এবং ভ্যাট (মূল্য সংযোজন কর) হিসেবে ট্রেজারি চালান কোড ১-১১৩৩-০০৪০-০৩১১ মাধ্যমে/অনলাইন ব্যাংকিং চালান ১১৪১১০১ কোডে ৭৫০ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করতে হবে। |
মোঃ ইকরামুল ইসলাম,পরিদর্শক মোবা: ০১823-323825 ekramulco@gmail.com (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা)
|
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
|
২ |
সমবায় সমিতির উপ-আইন সংশোধন |
৭-৬০ দিন |
১) বিধি ৯(২) এর ফরম-৪ অনুযায়ী আবেদন ২) বিদ্যমান প্রতিস্থাপন যোগ্য এবং প্রস্তাবিত (নতুন) বিধানসমূহের তুলনামূলক বিবরণী। ৩) সংশোধনের যৌক্তিকতা ও প্রয়োজনীয়তা ব্যাখ্যা। ৪) বাতিল যোগ্য উপ-আইনের কপি সম্পূর্ণ। ৫) প্রতিস্থাপনযোগ্য নতুন উপ-আইন তিন প্রস্ত। ৬) সর্বশেষ অডিট প্রতিবেদনের কপি। ৭) ব্যবস্থাপনা কমিটির রেজুলেশন। ৮) সাধারণ সভার রেজুলেশন। ৯) নিবন্ধন ফি জমা প্রদান। ১০) উপ-আইনে স্বাক্ষরকারীদের জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি অথবা ইউপি/ চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদের কপি। ১১) বিদ্যমান সমবায় সমিতি আইন, বিধিমালা, উপ-আইন, বিভিন্ন সময়ে জারিকৃত সরকারের নির্দেশনা পালনের অঙ্গীকারনামা (দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক)। |
উপজেলা সমবায় অফিস |
প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে নিবন্ধন ফি হিসেবে ৩০০ টাকা ট্রেজারি চালান কোড ১-৩৮৩১-০০০০-১৮৩৬ মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হয় এবং ভ্যাট বাবদ আরও অতিরিক্ত ১৫% টাকা ট্রেজারি চালান কোড ১-১১৩৩-০০৪০-০৩১১ মাধ্যমে/অনলাইন ব্যাংকিং চালান ১১৪১১০১ কোডে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। |
মোঃ ইকরামুল ইসলাম,পরিদর্শক মোবা: ০১823-323825 ekramulco@gmail.com |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৩ |
কেন্দ্রীয় সমবায় সমিতির বার্ষিক বাজেট অনুমোদন |
১৫ কর্মদিবস |
১) বাজেট কমিটি গঠনের আদেশের কপি ২) কমিটি কর্তৃক প্রস্তুতকৃত বাজেটের কপি ৩) ব্যবস্থাপনা কমিটির রেজুলেশনের কপি ৪) সাধারণ সভার রেজুলেশনের কপি ৫) মূল বাজেট প্রস্তাব ৬) বিগত বৎসরের অনুমোদিত বাজেট ৭) চলতি বৎসরের প্রথম ৯ মাসের প্রকৃত আয়-ব্যয় ৮) ক্রয়ের স্বপক্ষে চাহিদাপত্র ৯) খাতওয়ারী বিস্তারিত ব্যাখ্যা ১০) প্রযোজ্য ক্ষেত্রে প্রমাণক |
উপজেলা সমবায় অফিস |
বিনামূল্যে |
1) গৌতম কুমার বিশ্বাস সরেজমিনে তদন্তকারী জেলা সমবায় কার্যালয়, যশোর। মোবাঃ01773-500361 (চৌগাছা উপজেলা)
2) মোঃ ইকরামুল ইসলাম পরিদর্শক মোবা: ০১823-323825 (মনিরামপুর উপজেলা)
3) মোঃ হাবিবুর রহমান পরিদর্শক মোবা: ০1925-423599 dco.jashore@coop.gov.bd (অভয়নগর উপজেলা)
4) মোঃ সেলিম চৌধুরী পরিদর্শক মোবাঃ 01716-781151 (যশোর সদর উপজেলা)
5) মোঃ আব্দুল মোক্তাদের প্রশিক্ষক মোবাঃ07911021912 (শার্শা উপজেলা)
6) মোঃ কামরুজ্জামান পরিদর্শক মোবা: 01716722150 (ঝিকরগাছা উপজেলা)
7) মোঃশাদিমুজ্জোহা, পরিদর্শক মোবা: 01718-975606 (কেশবপুর উপজেলা)
8) মোঃ বসির উদ্দিন পরিদর্শক মোবাঃ01716-833401 (বাঘারপাড়া উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
4 |
নির্বাচন কমিটি নিয়োগ |
৪0 দিন পূর্বে |
১) নির্বাচন কমিটি নিয়োগের জন্য নির্বাচনের ঘোষিত তারিখের কমপক্ষে ৫০ দিন পূর্বে জেলা সমবায় অফিসে আবেদন দাখিল ২) আবেদনের সাথে নির্বাচনী নোটিশ ৩) খসড়া ভোটার তালিকা। |
উপজেলা সমবায় অফিস |
বিনামূল্যে |
নাসরিন সুলতানা উপ-সহকারী নিবন্ধকজেলা সমবায় কার্যালয় যশোর মোবাঃ01911931493 dco.jessore@gmail.com |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
5 |
অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন |
০৩-০৭ দিন |
১) সমিতির প্যাডে আবেদন ২) কমিটি ভেঙ্গে দেয়া হলে সাধারণ সভার রেজুলেশন ৩) পদত্যাগ করলে পদত্যাগপত্রসমূহ। |
উপজেলা সমবায় অফিস |
বিনামূল্যে |
নাসরিন সুলতানা উপ-সহকারী নিবন্ধকজেলা সমবায় কার্যালয় যশোর মোবাঃ01911931493 dco.jessore@gmail.com |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
6 |
সমবায় সমিতির লভ্যাংশ বিতরণের অনুমতি প্রদান |
আবেদন প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে। |
১) আবেদনপত্র ২) ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত/রেজুলেশন ৩) সাধারণ সভার রেজুলেশন ৪) অডিট প্রতিবেদনের কপি(স্থিতি পত্র) |
উপজেলা সমবায় অফিস |
বিনামূল্যে |
গৌতম কুমার বিশ্বাস সরেজমিনে তদন্তকারী জেলা সমবায় কার্যালয়, যশোর। মোবাঃ01773-500361 goutambiswas426@gmail.com |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
7 |
সমবায় সমিতির নিরীক্ষা ফি মওকুফকরণ |
আবেদন প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে। |
১) নিরীক্ষা ফি মওকুফের জন্য আবেদন ২) ব্যবস্থাপনা কমিটির রেজুলেশন ৩) অডিট প্রতিবেদনের কপি ৪) পরিশোধে অসামর্থ্য’র কারণ ও প্রমাণক |
উপজেলা সমবায় অফিস |
বিনামূল্যে |
মোঃ কামরুজ্জামান পরিদর্শক মোবা: 01716722150 kamruzzaman82.jhik@gmail.com |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
8 |
সরকারী দলিল পরিদর্শন |
আবেদন প্রাপ্তির ৭ কর্ম দিবসের মধ্যে। |
১) আবেদন ২) ১০০ টাকার কোর্ট ফি |
জেলা সমবায় অফিস |
প্রতিবার পরিদর্শনের জন্য ১০০ টাকা কোর্ট ফি আকারে। |
মোঃ ইকরামুল ইসলাম পরিদর্শক মোবা: ০১823-323825 ekramulco@gmail.com
|
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
9 |
বার্ষিক নিরীক্ষা বরাদ্দ প্রদান |
১) প্রতি বৎসর জুন মাসের মধ্যে ২) আবেদনের ৭ দিনের মধ্যে। |
আবেদনের প্রেক্ষিতে বা আবেদন ছাড়াও |
উপজেলা/জেলা সমবায় অফিস |
বিনামূল্যে |
মোঃ ইকরামুল ইসলাম পরিদর্শক মোবা: ০১823-323825 (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
10 |
নিরীক্ষা ফি জমা গ্রহণ |
যে বর্ষে নিরীক্ষা সম্পাদিত হয়েছে উক্ত বৎসরের জুন মাসের মধ্যে। |
উপজেলা সমবায় অফিস |
১) ১০০ টাকা নীট মুনাফা বা উহার অংশের জন্য ১০ টাকা হারে সর্বোচ্চ ১০,০০০টাকা (প্রাথমিক সমবায় সমিতির ক্ষেত্রে) এবং ৩০,০০০ টাকা(এক কোটি টাকা নীট মুনাফা পর্যন্ত) কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতির ক্ষেত্রে) ২) ট্রেজারি চালান |
মোঃ কামরুজ্জামান পরিদর্শক মোবা: 01716722150 (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
|
11 |
সিডিএফ জমা গ্রহণ |
যে বর্ষে নিরীক্ষা সম্পাদিত হয়েছে উক্ত বৎসরের জুন মাসের মধ্যে। |
ডিডি মূলকপি অনলাইন জমা প্রদানের জমা-রশিদ |
উপজেলা সমবায় অফিস |
১) নীট লাভের ৩% হারে ২) ডিডি/অনলাইন জমা |
মোঃ কামরুজ্জামান পরিদর্শক মোবা: 01716722150 (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
12 |
ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান |
১ (এক) দিন |
উপজেলা সমবায় অফিসার কর্তৃক সমবায় সমিতি মনোনয়নের প্রেক্ষিতে ভ্রাম্যমান প্রশিক্ষণ প্রদান করা হয়। |
উপজেলা/জেলা সমবায় অফিস |
বিনামূল্যে |
মোঃ আব্দুল মোক্তাদের প্রশিক্ষ ক মোবাঃ07911021912 (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
13 |
প্রশিক্ষণার্থী প্রেরিত (বিভিন্ন আয়বর্ধক ট্রেডে) |
৫(পাঁচ) দিন হতে ৬০(ষাট) দিন |
বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা এবং আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, কুষ্টিয়া এর প্রশিক্ষণার্থী চাহিদার প্রেক্ষিতে উপজেলা সমবায় অফিসার কর্তৃক সমবায় সমিতির সদস্যদের মনোনয়নপূর্বক প্রশিক্ষণার্থী প্রেরণ করা হয়। |
-- |
বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা এবং আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, কুষ্টিয়াতে আগত প্রশিক্ষণার্থীদেরকে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্হা, যাতায়াত ভাতা প্রদান করা হয়। |
মোঃ আব্দুল মোক্তাদের, প্রশিক্ষ ক মোবাঃ07911021912 (যশোর জেলার আওতাধীন সকল উপজেলা) |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
14 |
প্রশিক্ষণার্থী প্রেরিত (বিভাগীয় কর্মকর্তা/ কর্মচারি) |
৫(পাঁচ) দিন হতে ৬০(ষাট) দিন |
বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা এবং আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, কুষ্টিয়া এর প্রশিক্ষণার্থী চাহিদার প্রেক্ষিতে বিভাগীয় সমবায় দপ্তর, খুলনা/জেলা সমবায় দপ্তর, কুষ্টিয়া কর্তৃক মনোনয়নপূর্বক প্রশিক্ষণার্থী প্রেরণ করা হয়। |
-- |
বাংলাদেশ সমবায় একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা এবং আঞ্চলিক সমবায় শিক্ষায়তন, কুষ্টিয়াতে আগত প্রশিক্ষণার্থীদেরকে থাকা ও খাওয়ার সুব্যবস্হাসহ প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়। |
২.3) অভ্যন্তরীণ সেবা:
ক্র:নং |
সেবার নাম |
সেবা প্রদানের সর্বোচ্চ সময় |
প্রয়োজনীয় কাগজপত্র |
সেবামূল্য |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি |
উর্ধ্বতন কর্মকর্তার পদবি |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
উচ্চতর গ্রেড মঞ্জুরি |
ক) বিভাগাধীন (১৭-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদেরআবেদন প্রাপ্তির পর ৩০ কার্যদিবস |
(১) সাদা কাগজে আবেদনপত্র (২) বর্তমান গ্রেডের যোগদানপত্র। (৩) হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন ৫বছরের এসিআর এবং (৪) সন্তোষজনক চাকরীর প্রত্যয়ন (১৭-২০ গ্রেডভূক্ত কর্মচারীর ক্ষেত্রে) |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, মোবাঃ01911465984 |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
২ |
চাকরি স্থায়ীকরণ |
ক) বিভাগাধীন ১৭-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদেরআবেদন প্রাপ্তির পর ০৭ কার্যদিবস |
(১) সাদা কাগজে আবেদনপত্র (১) সাদা কাগজে আবেদনপত্র (২) বর্তমান গ্রেডের যোগদানপত্র। (৩) হালনাগাদ বার্ষিক গোপনীয় প্রতিবেদন (পদোন্নতির ক্ষেত্রে ০১ বছর এবং সরাসরি নিয়োগের ক্ষেত্রে ০২ বছরের এসিআর) (৪) সন্তোষজনক চাকরীর প্রত্যয়ন (১৭-২০ গ্রেডভূক্ত কর্মচারীর ক্ষেত্রে) (৫) পেশাগত মৌলিক প্রশিক্ষণ |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, যশোর। |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৩ |
শ্রান্তি বিনোদন ছুটি |
ক) বিভাগাধীন ১৭-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদেরআবেদন প্রাপ্তির পর ০৭ কার্যদিবস |
(১) সাদা কাগজে আবেদনপত্র (৩) হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে) |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, যশোর। |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৪ |
অর্জিত ছুটি |
ক) বিভাগাধীন ১৭-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদেরআবেদন প্রাপ্তির পর ০৭ কার্যদিবস |
(১) সাদা কাগজে আবেদনপত্র (৩) হিসাব রক্ষণ কর্মকর্তা, পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ছুটি প্রাপ্যতার প্রত্যয়নপত্র (নন গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে), প্রাপ্তিস্থান: হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, যশোর। |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৫ |
মাতৃত্বকালীন ছুটি |
ক) বিভাগাধীন ১৭-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদেরআবেদন প্রাপ্তির পর ০৭ কার্যদিবস |
(১) ছুটির আবেদন (২) ডাক্তারী সনদপত্র। (৩) পূর্ববর্তী মাতৃত্বকালীন ছুটি মঞ্জুরের কপি (প্রযোজ্য ক্ষেত্রে) |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, যশোর। |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৬ |
অবসর-উত্তর ছুটি (ছুটি নগদায়নসহ) |
ক) বিভাগাধীন ১৭-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদেরআবেদন প্রাপ্তির পর ০৭ কার্যদিবস |
(১) ছুটির আবেদন (২) এস,এস,সি সনদপত্র (৩) সার্ভিস বহি (১১-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদের) (৪) ছুটির প্রত্যয়নপত্র (১০ম বা তদুর্ধ কর্মকর্তাদের জন্য) (৫) ইএলপিসি/ বার্ষিক বেতন বৃদ্ধির বিবরণ প্রাপ্তি স্থানঃ সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়। |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, যশোর। |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৭ |
পেনশন আনুতোষিক মঞ্জুরী। |
ক) বিভাগাধীন ১৭-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদেরআবেদন প্রাপ্তির পর ০৭ কার্যদিবস |
(১) সংশ্লিষ্ট কর্মকর্তার এল.পি.আর-এ গমনের অফিস আদেশ, (২) পূরণকৃত আবেদনপত্র ফরম, এগ্রিমেন্ট/চুক্তিপত্র ফরম, (৩) অঙ্গীকারনামা ফরম, (৪) নমুনা স্বাক্ষর ও হাতের পাঁচ আঙ্গুলের ছাপ প্রদানের ফরম, (৫) উত্তরাধিকার সনদপত্র ও নন-ম্যারেজ সার্টিফিকেট ফরম, (৬) আনুতোষিক ও অবসর ভাতা উত্তোলন করার ক্ষমতার্পণ (Power of Attorney) ও অভিভাবক মনোনয়ন ফরম (৭) মরহুম পেনশনারের ক্ষেত্রে মৃত্যুর যথাযথ প্রমাণক। |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, যশোর। |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৮ |
কর্মকর্তা-কর্মচারীদের সার্ভিস রেকর্ড বা এসিআর সিনোপসিস সরবরাহ |
ক) অত্র দপ্তরের (১১-২০) গ্রেডভূক্ত সকল কর্মচারীদের ক্ষেত্রে পত্র প্রাপ্তির পরে ০৩ কার্যদিবস |
সংশ্লিষ্ট শাখা হতে প্রাপ্ত পত্র অথবা অনানুষ্ঠানিক নোট |
বিনামূল্যে |
মোঃ আব্দুল হামিদ, প্রধান সহকারী, জেলা সমবায় কার্যালয়, যশোর। |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর। ফোনঃ০২৪৭৭৭৬১৩১ dco.jashore@coop.gov.bd |
৩. উপজেলা সমবায় কার্যালয়সমূহের সেবার লিঙ্কসমূহ: লিঙ্কে গিয়ে সেবাবক্সের ভেতর সিটিজেন চার্টার পাওয়া যাবে।
ক্রঃনং |
উপজেলা নাম |
লিঙ্ক |
১) |
উপজেলা সমবায় কার্যালয়, যশোর সদর |
|
২) |
উপজেলা সমবায় কার্যালয়, মনিরামপুর |
|
৩) |
উপজেলা সমবায় কার্যালয়, কেশবপুর |
|
৪) |
উপজেলা সমবায় কার্যালয়, অভয়নগর |
|
৫) |
উপজেলা সমবায় কার্যালয়, বাঘারপাড়া |
|
৬) |
উপজেলা সমবায় কার্যালয়, চৌগাছা |
|
৭) |
উপজেলা সমবায় কার্যালয়, ঝিকরগাছা |
|
৮) |
উপজেলা সমবায় কার্যালয়, শার্শা |
৪. আপনার (সেবাগ্রহীতার) কাছে আমাদের (সেবা প্রদানকারীর) প্রত্যাশা:
ক্রঃ নং |
প্রতিশ্রুতি/কাঙ্ক্ষিত সেবা প্রাপ্তির লক্ষ্যে করনীয় |
১ |
স্বয়ংসম্পূর্ণ আবেদন জমা প্রদান |
২ |
যথাযথ প্রক্রিয়ায় প্রয়োজনীয় ফিস পরিশোধ করা |
৩ |
প্রযোজ্য ক্ষেত্রে মোবাইল ম্যাসেজ/ই-মেইলের নির্দেশনা অনুসরন করা। |
৪ |
সাক্ষাতের জন্য ধার্য তারিখে নির্ধারিত সময়ের পূর্বেই উপস্থিত থাকা |
৫ |
অনাবশ্যক ফোন/তদবির না করা। |
৫. কোন নাগরিক জেলা সমবায় কার্যালয়, যশোর থেকে কাঙ্খিত সেবা না পেলে/সেবা প্রাপ্তিতে অসন্তুষ্ট হলে তিনি পর্যায়ক্রমে নিম্নরুপে অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS)-এ অভিযোগ করতে পারেন।
ক্রঃ নং |
কখন যোগাযোগ করবেন |
কার সঙ্গে যোগাযোগ করবেন |
যোগাযোগের ঠিকানা |
নিষ্পত্তির সময়সীমা |
১) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সমাধান দিতে ব্যর্থ হলে |
অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা |
এস এম মঞ্জুরুল হক জেলা সমবায় অফিসার, যশোর ফোনঃ০২৪৭৭৭৬১৩১৯, dco.jashore@coop.gov.bd |
৩০ (ত্রিশ) কার্যদিবস তদন্তের প্রয়োজনে অতিরিক্তি ১০ কার্যদিবস |
২) |
অভিযোগ নিষ্পত্তিকারী কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
আপিল কর্মকর্তা |
মোঃ মিজানুর রহমান যুগ্ম-নিবন্ধক বিভাগীয় সমবায় কার্যালয়, খুলনা ফোনঃ 024777-01981 |
২০(বিশ) কার্যদিবস |
৩) |
আপিল কর্মকর্তা নির্দিষ্ট সময়ে সমাধান দিতে ব্যর্থ হলে |
মন্ত্রিপরিষদ বিভাগের অভিযোগ ব্যবস্থাপনা সেল |
|
৬০(ষাট) কার্যদিবস |